বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩
“ফিদে মাস্টার হচ্ছেন ক্ষুদে দাবাড়ু ফাহাদ”
Home Page » খেলা » “ফিদে মাস্টার হচ্ছেন ক্ষুদে দাবাড়ু ফাহাদ”বঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ দাবা ফেডারেশন বৃহস্পতিবার জানিয়েছে, দেশের ক্ষুদে দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার খেতাব অর্জন করতে যাচ্ছেন। ফাহাদ থাইল্যান্ডের চিয়াং মাই শহরে চলমান ১৪তম আশিয়ান বয়সভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।সুইস লিগের এই টুর্নামেন্টে ফাহাদ সাড়ে সাত পয়েন্ট পেয়েছেন নয় রাউন্ডে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভিয়েতনামের হুয়িনহ্ হাই হিমের সাথে ড্র করেন।
বুধবার বিকালে অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ হারিয়েছেন মঙ্গোলিয়ার বোল্ডবেটার টেনগিসকে। ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে ৯টি দেশের ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আশিয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফাহাদকে স্পন্সর করেছে জেমকন গ্রুপ।
এদিকে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ মালয়েশিয়ায় চলমান ডিওয়াইটিএম রাজা ডঃ নাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টার্স দাবার প্রথম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভূবনেশকে হারিয়েছেন। আট দেশের চারজন গ্র্যান্ড মাস্টার, ছয়জন আন্তর্জাতিক মাস্টার এবং একজন মহিলা গ্র্যান্ড মাস্টারসহ ১১ জন খেলোয়াড় রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এ ইভেন্টে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১:১১:৪৪ ৪৪৭ বার পঠিত