শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
স্কুলের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বললেন-ডোনাল্ড ট্রাম্প
Home Page » আজকের সকল পত্রিকা » স্কুলের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বললেন-ডোনাল্ড ট্রাম্পবঙ্গ-নিউজঃ ফ্লোরিডার হাইস্কুলে বন্দুক হামলার ১৮ জন নিহত হওয়ার পর স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, স্কুলগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে প্রশাসন কাজ করে যাবে এবং এ ধরনের হামলার ঘটনা ঘটানোর পেছনে হামলকারীর মানসিক অসুস্থতার দিকটিও নজরে আনা হবে।
ফ্লোরিডায় হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে ট্রাম্প ওই প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমেরিকার শিশুদেরকে তিনি এ বার্তাই দিতে চান যে, তারা কখনোই একা নয় এবং কখনো একা থাকবেও না। ট্রাম্প বলেন, আমরা সবাই একই আমেরিকান পরিবারের সদস্যের মত একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। আপনাদের দুর্ভোগ আমাদেরকেও দুঃখ ভারাক্রান্ত করে। আমেরিকার স্কুলগুলোতে কোনো শিশু, কোনো শিক্ষকই কখনো বিপদের মুখে থাকা উচিত না।
বিবৃতিতে ফ্লোরিডার হাইস্কুলটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। সেখানে হামলার শিকার পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি।
বাংলাদেশ সময়: ৯:৪২:৫১ ৫৩৬ বার পঠিত