বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩

“মৌসুমীর ভুল ভালোবাসা”

Home Page » বিনোদন » “মৌসুমীর ভুল ভালোবাসা”
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



mou-laed20130613085919.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রক্ষণশীল পরিবারের স্মার্ট মেয়ে মৌসুমী। চলাফেরায় উচ্ছল মেয়েটি ভালোবাসে চঞ্চলকে। কিন্তু মৌসুমীর পরিবারের চোখে চঞ্চল অনেক খারাপ, অগোছালো, আর কোন কাজের না।মৌসুমীর ধারণা বিয়ের আগে সব ছেলেই কমবেশী অগোছালো থাকে। আর তাই ভালোবাসার টানে পরিবারের অমতে বিয়ে করে চঞ্চলকে। শুরু হয় সংসার। বিয়ের পর স্বামীকে ঠিক করার চেষ্টা করে মৌসুমী। কিন্তু স্বামী চঞ্চল ঠিক হওয়ার মানুষ না। উল্টো একসময় মৌসুমীকে ছেড়ে চলে যায়।

এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘কুয়াশার ভোর’। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং চলছে।

ধারাবাহিকটি নিয়ে মৌসুমী হামিদ বাংলানিউজকে বলেন, “একটা উচ্ছল মেয়ে ভুল ভালোবাসায় পড়ে সম্পূর্ণ বিপরীত জীবনের মুখোমুখি হয়। কাজটা বেশ চ্যালেঞ্জিং। নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর বড় এক মাধ্যম এই নাটকে আমার করা চরিত্রটি। এজন্যই আসলে কাজটি করা।”

এদিকে উপন্যাসকে নাট্যরুপদান নিয়ে পরিচালক অরুণ চৌধুরী বাংলানিউজকে বলেন, “আমি এখন সাহিত্যনির্ভর গল্প নিয়েই নিয়মিত কাজ করছি। তবে কোন নাটকই শত পর্বের মত দীর্ঘ করে তৈরী করি না।”

অরুণ চৌধুরী কিছুদিন পরে হুমায়ুন আহমেদের ‘অপেক্ষা’ উপন্যাসকে নাট্যরুপ দেবেন। এর আগে হুমায়ুন আহমেদের ‘লীলাবতী’ এবং ‘রুমালী’ নাটকের কাজ করেছিলেন।

বর্তমানে মোস্তফা কামাল রাজের একটি ধারাবাহিকেও চঞ্চলের সাথে কাজ করছেন মৌসুমী হামিদ।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৮   ৪৫৩ বার পঠিত