বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধামাচাপা দিয়েছে:তথ্যমন্ত্রী
Home Page » জাতীয় » জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধামাচাপা দিয়েছে:তথ্যমন্ত্রী
বঙ্গ-নিউজ: বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের ইতিহাসকে বিকৃত ও ধামাচাপা দেওয়া হয়েছিলো বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সংবাদপত্রে বঙ্গবন্ধু: তৃতীয় খন্ড প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী যেভাবে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত ও ধামাচাপা দিত। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও ধামাচাপা দিয়েছে। জিয়াউর রহমান ও পাকিস্তান এক ও অভিন্ন।
মন্ত্রী আরো বলেন, এই বই ইতিহাসের সাক্ষী। বাঙালির অধিকার আদায়ের সাক্ষী। বাঙালির অধিকার আদায় বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গে কখনো আপোষ করেনি তার সাক্ষী।
ইনু বলেন, মুক্তিযুদ্ধ একটি ধারাবাহিক আন্দোলনের ফসল। আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্মদাতা বঙ্গবন্ধু।
একই অনুষ্ঠানে তথ্য-প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে এই বই অনেক তথ্যের ঘাটতি পূরণ করবে। ইতিহাসের প্রামাণ্য দলিল। ইতিহাসের সত্যের ধারাবাহিকতা রক্ষা করবে। ৫২ থেকে ৭১ এর ইতিহাসের পাতায় পাতায় রয়েছে শুধু বঙ্গবন্ধুর নাম। কোথাও জিয়াউর রহমানের নাম নেই।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিরপেক্ষতার দোহাই দিয়ে অন্যায়ের পক্ষে থাকা যাবে না। সত্যের পক্ষে থাকার বিষয়টি মাথায় রাখতে হবে। অন্যায় করে কেউ জেলে গেলে তার বিরুদ্ধে এত সহনশীলতা দেখালে অন্যায় ও দুর্নীতিবাজরা উৎসাহিত হবে।
পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৩৪:০৩ ৫১১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম