বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

ইরানের প্রতীকী আদালতের বিচারে অং সান সু চির ১৫ বছরের জেল

Home Page » এক্সক্লুসিভ » ইরানের প্রতীকী আদালতের বিচারে অং সান সু চির ১৫ বছরের জেল
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮



 

 ছবি:ইন্টারনেট থেকে বঙ্গ-নিউজ: আরাকানের রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনা প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হয়েছে। ইরানের একটি প্রতীকী আদালতের বিচারে সু চির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ বছরের জেল এবং মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

ইরানের প্রতীকী আদালত ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করে। এর পৃষ্ঠপোষকতা করে তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।

উল্লেখ্য, ২০১৭’র আগস্টে রাখাইনের সেনাঘাঁটিতে রোহিঙ্গা জঙ্গিদের আক্রমণের পরপরই প্রদেশটি জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। দুই মাসেরও বেশি সময় ধরে চলা ওই সহিংসতায় সাত লাখেরও বেশি রোহিঙ্গা সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে পালিয়ে আসেন বাংলাদেশে। ওই সময় থেকেই সেনাবাহিনীর এই নির্মমতার প্রতি নিশ্চুপ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়ে আসছেন এককালের শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সুচি

বাংলাদেশ সময়: ২১:২০:১২   ৪৭১ বার পঠিত   #  #  #  #  #  #