বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

জাবির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন ফারজানা ইসলাম

Home Page » আজকের সকল পত্রিকা » জাবির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন ফারজানা ইসলাম
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮



ফাইল ছবি

আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ  অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ১৯৫৮ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক নিবাস শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। ফারজানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন ফারজানা ইসলাম। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২ মার্চ, ২০১৪ তারিখে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনিই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য। চার বছরের জন্য এ দায়িত্ব পাওয়া ফারজানা ইসলাম ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য। ১৫ফেব্রুয়ারি ২০১৮ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন অধ্যাপক ড.ফারজানা ইসলাম। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:০০:৫৪   ৬৩৭ বার পঠিত   #  #  #  #