বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৭
Home Page » আজকের সকল পত্রিকা » মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৭বঙ্গ-নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। খবর বিবিসি। এক ঘণ্টারও বেশি সময় গোলাগুলির পর বন্দুকধারী হিসেবে ঐ স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে আটক করেছে স্থানীয় পুলিশ।
২০১২ সালের কানেটিকাট স্কুলে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, সেই ঘটনার পর এটাই সবচেয়ে বড় হামলা।
ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল ওই ঘটনায় জড়িত বন্দুকধারীকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটক ক্রুজকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন। এরমধ্যে স্কুল ভবনের ভেতরে ১২ জন, বাইরে ২ জন, রাস্তায় ১ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।
হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভয়াবহ ফ্লোরিডার শুটিং-এর শিকার পরিবারদের জন্য আমার প্রার্থনা এবং সমবেদনা রইল। কোনো শিশু, শিক্ষক বা অন্য কেউ কখনও আমেরিকান স্কুলে নিরাপত্তাহীন অনূভব করবেন না।
বাংলাদেশ সময়: ১১:১৬:১৪ ৫৭৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #killing #World News