বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী : খালেদা জিয়াকে কারাগারের নতুন ভবনে রাখা হয়েছে

Home Page » জাতীয় » স্বরাষ্ট্রমন্ত্রী : খালেদা জিয়াকে কারাগারের নতুন ভবনে রাখা হয়েছে
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮



 


ছবি:ইন্টারনেট থেকে বঙ্গ-নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের নতুন ভবনে রাখা হয়েছে। তাকে জেলকোড অনুযায়ী সব ধরণের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। ওই কারাগারে যতগুলো সুযোগ-সুবিধা দেয়া যায় তার সবই দেয়া হচ্ছে। এখানে অনিরাপদ, ঝুঁকিপূর্ণ কিংবা অস্বাস্থ্যকর কিছুই নেই। 

 

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া এখন যে কারাগারে আছেন, সেখান থেকে তাকে স্থানান্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই। 

 

রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে কথা বলতে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে চুক্তি ছাড়াও ১০টি পয়েন্টের ওপর কথা হয়েছিল। সে আলোচনা এখনো চলছে। বর্তমানে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় অবস্থান করছেন। 

 

রোহিঙ্গা আসার বিষয়ে তিনি বলেন, আগে তো হাজারে হাজারে রোহিঙ্গা আসতো। এখন অনেক কমেছে। এটা জিরোতে চলে আসবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। 

 

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, শিক্ষা মন্ত্রণালয়কেও সহায়তা করছি। এ বিষয়ে সবাই কাজ করছে। আশা করছি মূল হোতারা অচিরেই ধরা পড়বে। বাসস 

বাংলাদেশ সময়: ২০:২০:০৭   ৪৯৩ বার পঠিত   #  #  #  #  #  #