
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
ধোনির অধীনে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন
Home Page » আজকের সকল পত্রিকা » ধোনির অধীনে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন
বঙ্গ-নিউজ স্পোর্টস ডেস্ক : সামনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন শেন ওয়াটসন। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালের আসরে ফিরছে তারা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ভারতের সাবেক এই অধিনায়কের অধীনে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
আইপিএলের প্রথম আসর থেকেই সঙ্গী ওয়াটসন। ২০০৮ থেকে ২০১৫ সাল রাজস্থান রয়্যালসে কাটানোর পর গত দুই আসর খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর এবারের নিলামে নাম লিখিয়েছেন চেন্নাইয়ে। কুড়ি ওভারের প্রতিযোগিতাটির দুইবারের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামার অপেক্ষা আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বিশেষ করে ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন তিনি।
সিএসকে’র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, ‘চেন্নাই সুপার কিংসের মতো ঐতিহ্যবাহী গ্রেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাওয়াটা সত্যি অনেক সম্মানের। আর গ্রেট মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার চিন্তাটা আমাকে উৎসাহিত করছে।’
২০১৬ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ওয়াটসন। তবে ২২ গজের খেলাটাকে এখনও ভালোবাসেন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট ও ১৯০ ওয়ানডে খেলা এই অলরাউন্ডার, ‘আমি এখনও খেলতে ভালোবাসি, নিজের ভেতর থেকেই উদ্দীপনা তৈরি হয়। এখনও প্রত্যেকটি ম্যাচ আমার মধ্যে শিহরণ জাগায়।’
বাংলাদেশ সময়: ৮:৫১:১৭ ৭০০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #খেলা