
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
বাড়ি ছাড়ছেন শাহিদ কাপুর নিশিকন্যাদের উৎপাতে
Home Page » আজকের সকল পত্রিকা » বাড়ি ছাড়ছেন শাহিদ কাপুর নিশিকন্যাদের উৎপাতেবঙ্গ-নিউজঃ মুম্বাইয়ের জুহুর তারা রোডের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। বিয়ের পর থেকেই স্ত্রী মিরাকে নিয়ে সেখানে থাকছেন তিনি। কিন্তু ওই এলাকায় যৌনকর্মীদের আনাগোনা বেশি থাকায় বিব্রত এ অভিনেতা। তাদের উৎপাতে বাধ্য হয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহিদ।
ভারতীয় গণমাধ্যমের খবর, জুহুর তারা রোডে অনেক আগে থেকেই যৌনকর্মীদের আনাগোনা ছিল। তবে এখন এর মাত্রা আরও বেড়েছে। শহীদের বাড়ি থেকে সমুদ্রসৈকত আধা কিলোমিটার দূরে। ফলে তার বাড়ির সামনেই অবস্থান করেন যৌনকর্মীরা।
শাহিদের ভাষ্য, যৌনকর্মীরা সমুদ্রতীরে তার বাগানের কাছেই দাঁড়িয়ে থাকেন। এটি খুবই বিব্রতকর। তাদের উৎপাতে আমরা অতিষ্ঠ। এর কোনো সমাধানও খুঁজে পাচ্ছি না। তাই বাধ্য হয়েই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। জানা গেছে, বর্তমান বাসা ছেড়ে মুম্বাইয়ের বান্দ্রায় চলে যেতে চাইছেন শাহিদ-মিরা দম্পতি।
বাংলাদেশ সময়: ১৩:৩৬:১৩ ১৮৬৬ বার পঠিত