রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব
Home Page » আজকের সকল পত্রিকা » শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিববঙ্গ-নিউজঃ চোট কাটিয়ে দলে ফেরার কথা থাকলেও শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তাকে বিশ্রামে থাকতে হবে আরও দুই সপ্তাহ।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য গতকাল শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, দলে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও নতুন মুখ পাঁচ তরুণ ক্রিকেটার রয়েছে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব। প্রথম টি-টোয়েন্টির জন্য তাকেই অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৭ ৬৩১ বার পঠিত