রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮

কলহ থামাতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরলেন

Home Page » আজকের সকল পত্রিকা » কলহ থামাতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরলেন
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের ওহাইওতে দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা পার্শ্ববর্তী একটি বাড়িতে পারিবারিক কলহের খবর পেয়ে ঐ বাড়িতে উপস্থিত হন। তবে হিতে বিপরীত হয়ে গেল, বিবাদ মেটাতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরলেন।

সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে ওহাইও পুলিশ বলছে, শনিবার এ ঘটনা ঘটে। নিহত পুলিশের নাম এন্থনি মোরেলি (৫৪) ও এরিক জোয়েরিং (৩৯)।

স্থানীয় পুলিশ প্রধান জ্যো মোর্বিটজার বলেন, দুপুরে ওয়েস্টারভিলের একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির খবর পেয়ে সেখানে গেলে তাদের গুলি করা হয়। এন্থনি মোরেলি ২৯ বছর ও এরিক জোয়েরিং ১৬ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

জ্যো মোর্বিটজার আরো জানান, জরুরি নম্বর ৯১১-তে কল আসার পর তারা সেখানে যান। পুলিশের ভালো কর্মকর্তাদের মধ্যে ঐ দুজন ছিলেন অন্যতম। তাদের কাছে কল আসে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেন। এ ঘটনায় আহত এক সন্দেভাজন পুলিশি হেফাজতে স্থানীয় হাসপাতালে রয়েছেন।

দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই দুই কর্মকর্তার প্রতি আমার প্রার্থনা ও সভানুভূতি রয়েছে। তাদের পরিবার ও ওয়েস্টারভিলের সবার প্রতি সমবেদনা রইলো।

বাংলাদেশ সময়: ১৩:১০:১৪   ৪৭৫ বার পঠিত