শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
বঙ্গবন্ধুর ছবি যারা বিক্রিত করেছে তারা ভালো মানুষ নয়:স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » জাতীয় » বঙ্গবন্ধুর ছবি যারা বিক্রিত করেছে তারা ভালো মানুষ নয়:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজ: সন্ত্রাসের গডফাদার তারেক রহমানের হুকুমে যুক্তরাজ্য বিএনপি/জামায়াত কতৃক বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও বাংলাদেশী দূতাবাস ভাংচুরের প্রতিবাদে সাজা প্রাপ্ত পলাতক আসামী দেশদ্রোহী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ।
আজ (১০ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ছবি যারা বিক্রিত করেছে তারা ভালো মানুষ নয়। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত নেক্কার জনক ঘটনা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের সম্মুক্ষীন হতে হবে।
বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বহুদিন দরে এই ধরনের কর্মসূচি করছে কিন্তু তা সফল হচ্ছে না। বাংলাদেশের জনগন বিএনপির কোন কর্মসূচির সায় দেয় না। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি দল বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৬ ৮৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম