
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
বিএনজেপির সংবাদ সম্মেলন: আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির শীর্ষ কয়েক নেতা দল ছাড়ছেন
Home Page » এক্সক্লুসিভ » বিএনজেপির সংবাদ সম্মেলন: আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির শীর্ষ কয়েক নেতা দল ছাড়ছেন
বঙ্গ-নিউজ: বিএনপির শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়ছেন বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনটাই দাবি করলেন অখ্যাত দলটির চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দুনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলটির স্থায়ী কমিটির অনেক নেতাসহ শীর্ষস্থানীয় নেতারা বিএনজেপিতে যোগ দেবেন।
ফয়েজ চৌধুরীর দাবি, বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা আমাদের দলে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে দেখা যাবে।
বিএনজেপি চেয়ারম্যান জানান, আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেবে বিএনজেপি।
এক্ষেত্রে সরকারের মদদ নেই দাবি করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার পর ফের সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন বিএনজেপির নেতারা। সূত্র: যুগান্তর
বাংলাদেশ সময়: ১৯:২৬:০৭ ৬৫৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম