শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮

উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা

Home Page » জাতীয় » উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮



 বঙ্গ-নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে আফরুজা বারী’কে এবং বাংলাদেশ জাতীয় সংসদ ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) উপ-নির্বাচনে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম’কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১১:৪২   ৫০৭ বার পঠিত   #  #  #  #  #  #