শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮

খালেদার সাজায় শোকাহত ৪০০ হিজড়ার রোজা

Home Page » প্রথমপাতা » খালেদার সাজায় শোকাহত ৪০০ হিজড়ার রোজা
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮



---

বঙ্গ নিউজঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলেও যেন তার মনোবল শক্ত থাকে এই প্রত্যাশায় রোজা রেখেছেন আশুলিয়া থেকে আসা কাজলী হিজড়া। শোকাহত কাজলী হিজড়ার দাবি, তাদের গুরুজি রাশিদার নেতৃত্বে থাকা ৬৫৮ হিজড়ার মধ্যে ৪০০ জনের মতো আজ রোজা রেখেছেন।
হস্পতিবার সকাল থেকে বকশিবাজার মোড়ে আইনজীবী, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মাঝে সবার নজর যায় তৃতীয় লিঙ্গের এই মানুষটির দিকে।
পরে কথা বলে জানা যায়, তার নাম কাজলী। আশুলিয়াতে থাকেন। আজ খালেদা জিয়ার মামলার রায় হবে জেনে এখানে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা ৬৫৮ জন হিজড়া আশুলিয়ায় থাকি। তার মধ্যে ৪০০ জন রোজা রেখেছি। আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি।’
কী জন্য রোজা রেখেছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মিথ্যা মামলায় যদি সাজা হয় তাহলে যেন তার মনোবল শক্ত থাকে এ জন্য।’
এর কিছুক্ষণ পর কাজলি উচ্চস্বরে বলতে থাকেন, ‘আমরা নেত্রীর সুবিচার চাই। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ফুলের মালা গলায় দিয়ে আদালত থেকে বের হবেন।’
এ সময় পাশে দাঁড়ানো পুলিশ ও গণমাধ্যমকর্মীরা মুচকি হাসতে থাকেন। সকাল থেকে এখানে অবস্থান করলেও কাজলিকে পুলিশ সদস্যরা কোনো বাধা দেননি।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৪০   ৬৩০ বার পঠিত