
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ বিকেলে ঢাকায় আসছেন
Home Page » জাতীয় » ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ বিকেলে ঢাকায় আসছেন
বঙ্গ-নিউজ: দুই দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্রিটিশ মন্ত্রী ঢাকায় পৌঁছবেন।
জানা যায়, সফরকালে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন। তারপর তিনি মিয়ানমার সফরে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তারপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
বাংলাদেশ সময়: ৯:০০:৫৭ ৫৯২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম