বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
খালেদার রায়ে জাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার রায়ে জাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিবঙ্গ-নিউজঃ জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের রায় দেওয়ার পর পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয়তাবাদী ফোরাম’ ও শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে রায়ের প্রতিবাদে মানববন্ধন করে ‘জাবি জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ফোরাম’।
মানববন্ধনে অধ্যাপক শরিফ উদ্দিনের সঞ্চালনায় জিয়া গবেষক অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, ‘সরকার এ রায় দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকারের পতনের সূচনারূপী এই রায়। আইনের মাধ্যমে নয়- স্বাধীনতা, সুশাসন ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
মানববন্ধনে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান বলেন, ‘এ রায়কে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আমরা গণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।’
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম আহ্বায়ক অধ্যপাক শামসুল আলম সেলিম বলেন, ‘এ রায় বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করেছে। এ রায়ের মধ্য দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়নি, গণতন্ত্রকে কারাগারে নেওয়া হয়েছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক শামিমা সুলতানা, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রমুখ।
এদিকে রায় দেওয়া পর রায়কে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পরিবহণ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘এই রায় বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। রায়কে ঘিরে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে। এসময় শাখা ও হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ’
এর আগে দিনের শুরু থেকে ক্যাম্পাস ও ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল শোডাউন দিতে দেখা যায় শাখা ছাত্রলীগকে।
বাংলাদেশ সময়: ১৮:৫২:১৮ ৫৭২ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper