বুধবার, ১৩ মার্চ ২০১৩

নিজেকে নিঃসঙ্গ মনে হলে.-আশিকুর রহমান

Home Page » সাহিত্য » নিজেকে নিঃসঙ্গ মনে হলে.-আশিকুর রহমান
বুধবার, ১৩ মার্চ ২০১৩



558924_2568223700538_25578475_n.jpgআবার কোন একদিন নিজেকে নিঃসঙ্গ মনে হলে ছুঁয়ে দেব বৃষ্টির ফোঁটাগুলো,

মাঝরাতে জানালায় একা বসে অনুভব করব তুমুল বৃষ্টির গন্ধ; কি যেন নাম ছিল কিশোরীর?

ভূলে গেছি- এক ডুবে তুলেছিল শালুক এমনি বৃষ্টিতে;

কতদিন কাউকে বলা হয়নি জোড়া শালিখের সেই গল্প, কোন একদিন নিজেকে নিঃসঙ্গ মনে হলে বলে দেব সে সব কথা,

এককাপ চা হাতে মাঝরাতে বৃষ্টির ফোঁটা গুনে কাটাবো,
মনে করে নেব অতীতের আগাগোড়া সমস্ত প্রেমিকার নাম কিংবা পাওনাদারদের মুখশ্রী !
বৃষ্টি থেমে গেছে…
আবার কোন একদিন নিজেকে নিঃসঙ্গ মনে হলে…
আজ তবে থাক ! …………………..

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৪   ৫৩৩ বার পঠিত