বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
Home Page » জাতীয় » তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
বঙ্গ-নিউজ: তাইওয়ানের হুয়ালিন শহরে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে দ্বীপটির পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
এতে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভবনের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করতে কাজ শুরু করেছে উদ্ধার কর্মীরা।
তাইওয়ানের দ্বীপ দুটি টেকটনিক প্লেটগুলির একটি জংশনের কাছাকাছি অবস্থিত। এজন্য সেখানে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে।
তবে এখোনা পর্যন্ত হতাহতের পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে ১১ ফেব্রুয়ারি ২০১৭ তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প হয়েছিলো। ৫.৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইনান নগরী থেকে ১৯ কিলোমিটার দূরে।
এতে ১১৫ জন প্রাণ হারান।
এ সময় দ্বীপটির দ্বিতীয় বৃহত্তম নগরী কোয়াশিং থেকে ২৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ও নয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
বাংলাদেশ সময়: ৮:৩১:২২ ৮৫৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম