মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮

রাজধানীবাসীর জন্য প্রতিদিন আসবে ৫০ কোটি লিটার পানি

Home Page » এক্সক্লুসিভ » রাজধানীবাসীর জন্য প্রতিদিন আসবে ৫০ কোটি লিটার পানি
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, রাজধানীবাসীর জন্য মেঘনা নদী থেকে দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এর আগে বিকেলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর লিখিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

সংসদে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে বর্তমান সরকার ‘ Dhaka Envornmentally Sustainable Water Supply Project’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।

এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশদনন্দী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) হতে পানি উত্তোলনপূর্বক শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপূর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনারে পানি শোধন করে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে। এ প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হবে ডিসেম্বর ২০২১ মাসে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০০   ১১৫৭ বার পঠিত   #  #  #  #  #  #