মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন সুইস প্রেসিডেন্ট
Home Page » জাতীয় » রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন সুইস প্রেসিডেন্ট
বঙ্গ-নিউজ: রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট। আজ (৬ ফেব্রুয়ারি) সকালে তিনি রোহিঙ্গাদের বর্তমান অবস্থা দেখতে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জানা যায়, প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট বেলা সাড়ে ১১ টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন।
এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমার সরকার সৃষ্টি করেছে, তাই সমাধানও তাদেরকে করতে হবে, এক্ষেত্রে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে হবে, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড’।
এসময় ১২ মিলিয়ন সুইস ফাঙ্ক সহায়তার আশ্বাস দেন অ্যালেইন বারসেট। এর আগে সোমবার বেলা ১১টা ০৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের পুষ্পার্ঘ অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৩ মার্চ দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। সুইজারল্যান্ডের রীতি অনুসারে গত ১ জানুয়ারি এক বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন অ্যালেই বারসেট।
বাংলাদেশ সময়: ১২:৩৭:৪২ ৫৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম