মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

Home Page » অর্থ ও বানিজ্য » শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮



ফাইল ছবি।

বঙ্গ-নিউজঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে দীর্ঘ সাড়ে আট ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘনকুয়াশার কারণে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ পদ্মায় কনকনে শীতে সহস্রাধিক যাত্রী নিয়ে আটকে ছিল ছয়টি ফেরি। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যাত্রীরা পরেন চরম দুর্ভোগে। যানজটে আটকা পরে ছয় শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন।

এসব তথ্য দিয়ে শিমুলিয়াস্থ বিআইডব্লিইটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, সোমবার মধ্য রাত থেকে পদ্মা অববাহিকায় আকস্মিক ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়তে থাকে। নৌ পথ হয়ে পড়ে দৃষ্টিহীন। ফেরি চালকরা বয়া-বাতি কিছুই দেখতে পাচ্ছিলনা। তাই দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এ সময় শিমুলিয়া ও কাঠাল বাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ৬টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মার বিভিন্ন পয়েন্টে নোঙর করতে বাধ্য হয়। শীতে মাঝ পদ্মার হীমেল হাওয়ায় নোঙরে থাকা ফেরি যাত্রীদের দুর্ভোগ ছিল অনেক বেশী। ঘাটে আটকে পড়া যাত্রীরাও দুর্ভোগের শিকার হয়েছেন।

এ সময় উভয় ঘাটে দেখা দেয় যানজট। ছয় শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে উভয় ঘাটে। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ১০ টায় আবার স্বাভাবিক ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১২:১৫:৫৫   ৫৬৪ বার পঠিত   #  #  #  #  #