বুধবার, ১৩ মার্চ ২০১৩
টাইগারদের প্রশংসায় ভারতীয় মিডিয়া
Home Page » খেলা » টাইগারদের প্রশংসায় ভারতীয় মিডিয়ানিরব হসসেন, বঙ্গনিউজঃ বাংলাদেশকে সব সময়ই ‘ছোট’ দল হিসেবে অবহেলা করেছে ভারত। এখনো তারা বাংলাদেশের বড় জয়গুলিকে ‘চমক’ বলে চালিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণও জানাতে চায় না। কিন্তু এবার শ্রীলঙ্কায় টাইগাররা দাপটের সঙ্গে লড়াই করে ভারতসহ ক্রিকেটের ‘দাদা’ দেশগুলোকে যেন একটা সতর্কবার্তা দিয়ে দিল। টেস্টে বাংলাদেশের এই দাপুটে পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দ্বীপ দাসগুপ্ত। ৩৫ বছর বয়সী সাবেক উইকেটরক্ষক এই ব্যাটসম্যান আনন্দবাজার পত্রিকার এক কলামে বলেন, ‘টেস্ট ব্যাটিং মানে প্রতিভার সঙ্গে সমানতালে ধৈর্য দরকার। বাংলাদেশ দু’দিনের বেশি সময় ধরে ১৯৬ ওভার খেলে, ছয়শোর বেশি করে সেটাই প্রমাণ করল। এই বাংলাদেশকে কিন্তু টেস্টে এ বার সমীহ করতেই হবে।’ দ্বীপ দাসগুপ্ত বলেন, ‘মুশফিকুরদের এমন ফাটাফাটি পারফরম্যান্সে আমি খুব একটা অবাক নই। বিশ্বকাপের পর থেকে গত দেড় বছরে বাংলাদেশের খেলায় অনেক ধারাবাহিকতা এসেছে। শ্রীলঙ্কা সিরিজের আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ওরা সাড়ে পাঁচশো তুলেছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দু’টো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। গলের পারফরম্যান্সটা তাই চমক নয়। তাছাড়া তামিম ইকবাল আর সাকিব আল হাসানের মতো দু’জন তারকা ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশের ছ’শো তোলা আরও বেশি কৃতিত্বের। শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকও সেরা ছিল।’ অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করে দীপ দাসগুপ্ত বলেন, ‘মুশফিকুর অধিনায়ক হওয়ার পরে দলে অনেক পরিবর্তন এসেছে। ওর সবচেয়ে বড় গুণ, লড়াকু মানসিকতা আর সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া। গত বছর শচীনের একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি ম্যাচে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৬ ৬৪০ বার পঠিত