
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
ঢাবির ৪ তারকা
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাবির ৪ তারকাবঙ্গ-নিউজঃ নোয়াখালির সন্তান সেনা প্রধান শফিউল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ-তে স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বর্তমানে পিএইচডি করছেন। দেশ ও বিদেশে সেনা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন শফিউল হক। তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড এবং মিরপুর স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট। তিনি যুক্তরাষ্ট্রের কানসাসের ফোর্ট লেভেনওয়ার্থের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজেও প্রশিক্ষণ নিয়েছেন।
চাঁদপুর সদরের সন্তান আইজিপি জাবেদ পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইন্সটিটিউট থেকে স্নাতকোত্তর। তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম। জাবেদ পাটোয়ারী জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ভুক্ত কর্মকর্তা। তিনি বর্তমানে সমাজ কল্যাণ ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমাজ কল্যাণ পরিবারের সাধারণ সম্পাদক। তিনি এই ইন্সটিটিউটে লেকচারও দিয়ে থাকেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ১৯৪৮ সালে পটুয়াখালীর বাউফলে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন নতুন সিইসি। এ ছাড়াও ১৯৭২-৭৩ সালে হল ছাত্র সংসদে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন নুরুল হুদা।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেন। তিনি এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। তার দুই বছর পর ওকালতি শুরু করেন হাই কোর্টে। তিনি ঢাবির আইন বিভাগে পড়াশুনা করেছেন বলে জানা গেছে। ৩ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যায় তিনি প্রধান বিচারপতির শপথ পাঠ করেন।
বাংলাদেশ সময়: ৭:৫৯:৫৩ ৫২৯ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper