সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
জাবি মুক্তমঞ্চে নিশিমন বিসর্জন
Home Page » আজকের সকল পত্রিকা » জাবি মুক্তমঞ্চে নিশিমন বিসর্জনআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ গোমতীর বাকা পাড়ে ঘাসবনে তারাতাজ । ধর্মনেতা তারাতাজের চোখের ভেতর ভরে দিলেন মন্ত্রপড়া রঙের শহর আর জোব্বার আড়ালে পেটের ভেতর বেধে দিলেন বেহেস্তের টিকেট। উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনে এক বগি বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের ভীরে আত্নঘাতি বোমা হামলায় আত্নহুতি দিলো তারাতাজ।
নিশিমনের আর ঘর বাধা হল না। এমনি করে গোমতীর বাকে বাকে নট ও নটিদের অঙ্গে ও পাঙ্গে ফুটে উঠে নিশিমন তারাতাজের গল্পঘথা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অনুস্মরণে নাট্যকার আনন জামান রচনা করেন নিশিমন বিসর্জন। এ নাটকের মাধ্যমে নাট্যকার আনন জামান সে কালের রঘুপতি এ কালের নেতার সাথে একটি মেলবন্ধন তৈরি করেছেন।
জাহাঙ্গীরনগর থিয়েটারের ১০ দিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসবে ৪ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে প্রদর্শিত হয় আনন জামান রচিত ও নির্দেশিত, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক নিশিমন বিসর্জন। নাটকে বিভিন্ন চরিত্রে ছিলেন প্রীতি, নিশু, শোভন, আনোয়ার, নিলা, বৃষ্টি, তানজিম, রাব্বি, সজিব, দিগন্ত, রাফা, রাজীব, জিহাদ ভুইয়া, সোহাগ, ইমরুল, অভি প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:০৭:০০ ৮৪৩ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper