রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
“দাতিয়াপাড়া পিড়ালী মৌলার মাজারে দু’দিন ব্যাপী উরস উৎযাপন শুরু”
Home Page » আজকের সকল পত্রিকা » “দাতিয়াপাড়া পিড়ালী মৌলার মাজারে দু’দিন ব্যাপী উরস উৎযাপন শুরু”
আল-আমিন আহমেদ বঙ্গ-নিউজ: সুনামগঞ্জের মধ্যনগর থানার দাতিয়াপাড়া গ্রামে অবস্থিত ৩৬০ আউলিয়ার একজন পিড়ালী মৌলার মাজার শরীফ। অনেক দিন আগে এই মাজারটি গড়ে ওঠে এবং প্রতিদিন অনেক ভক্তবৃন্দ মান্নত নিয়ে হাজির হয়ে মাজার জিয়ারত করে।
ঐ মাজারের বর্তমান খাদেম আলী আকবর জানান, আমরা বিগত সাত বছর ধরে আল্লাহর অশেষ রহমতে এই আল্লাহ’র ওলী পিড়ালী মৌলার বাৎসরিক উরস মোবারক আয়োজন করে আসছি। এর পূর্বে আমরা নিয়মিত ভাবে পালন করলেও এত জাঁকঝমক পূর্নভাবে পালন করিনি।
স্থানীয়রা জানান, অনেক দুর থেকে সকল ধর্মের মানুষেরা পীড়ালি মৌলার মাজার মান্নত নিয়ে আসছে। এই মান্নত গুলো মাজারের উন্নয়নের জন্য কিছু রেখে বাকি গুলো গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরন করা হয়।
সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান জানান, আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে এই উরস মোবারক প্রতি বছর বাংলা মাঘ মাসের বাইশ তারিখে দুই দিন ব্যাপী আয়োজন করে আসছি। এতে এলাকাবাসীর সহযোগিতা আছে এবং সেই সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।
বাংলাদেশ সময়: ২১:৪৩:২৬ ১১২৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News