রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
‘প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়নি’:আইনমন্ত্রী আনিসুল হক
Home Page » জাতীয় » ‘প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়নি’:আইনমন্ত্রী আনিসুল হক
বঙ্গ-নিউজ: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি আইনজীবীদের মধ্য থেকে যাকে ইচ্ছা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। সেখানে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে একটি কর্মশালা উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখেন, ৯৫ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন। সেখানে কোথাও লেখা নেই, জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি নিয়োগ দেবেন। মহামান্য রাষ্ট্রপতি তার বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমি আগেও বলেছি এখনো বলছি, সেই সিদ্ধান্তে আমরা শ্রদ্ধাজ্ঞাপন করছি।
আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগের বিষয়ে আনিসুল হক বলেন, একজন বিচারপতি, তিনি পদত্যাগ করতেই পারেন। তার সেই পদত্যাগ করার অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আমার কিছু বলার নেই।
বাংলাদেশ সময়: ২০:১২:৫৯ ৭৯৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম