শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
শিগগিরই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে- বিপু
Home Page » অর্থ ও বানিজ্য » শিগগিরই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে- বিপুবঙ্গ-নিউজঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, শিগগিরই কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।
আজ শনিবার জিনজিরা বাসরোড এলাকায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ডাম্প ট্রাক ও পুলিশভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লি. কেরানীগঞ্জ মডেল থানাকে দুটি পুলিশ ভ্যান ও বর্জ্য সরিয়ে নেয়ার জন্য ৪ ডাম্প ট্রাক প্রদান করেন।
নসরুল হামিদ বলেন, যত্রতত্র ময়লা না ফেলার তাগিদ দিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন কোনো অবৈধ কাজই আমাদের কাছে বৈধ হবে না। কেরানীগঞ্জের দখল হয়ে যাওয়া ১১টি খাল উদ্ধারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের জাতীয় নেতাদের কাতারের প্রথম সারিতে আছেন শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, এনার্জি প্যাক জেনারেশন লি. -এর চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ প্রমুখ। বাসস
বাংলাদেশ সময়: ১৮:১৮:৪৪ ৫৩১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News