বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩
হাত ইশারায় ঘর নিয়ন্ত্রণ!
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হাত ইশারায় ঘর নিয়ন্ত্রণ!বঙ্গ- নিউজ ডটকমঃ শোফায় বসে বসে টেলিভিশন দেখছেন নিজের ঘরে হঠাৎ মনে হলো পছন্দের গান শুনবেন। আর সেজন্য চালু করতে হবে এমপি থ্রি প্লেয়ার। কিন্তু ইচ্ছে করছে না উঠতে। গান শুনতে হলে এমন অবস্থায় আপনাকে অবশ্যই উঠতে হবে। কিন্তু আপনার কাছে যদি এমন শক্তি থাকে যে আপনি নিদিষ্ট স্থানে বসেই এমপি থ্রি প্লেয়ার চালাতে পারছেন। তখন কেমন হতো?অসাধারন এই ক্ষমতার অধিকারী আপনিও হতে পারবেন যদি আপনার হাতে থাকে ওয়াইসি সুবিধা।
ওয়াইসি হচ্ছে একটি মিথষ্ক্রিয়া ইন্টারফেস যেটি চলমান বেতার সম্প্রচার ওঠানামা করতে সক্ষম। বিষয়টি কিছুটা ওয়াইফাই এর মতোই। এটি বিভিন্ন গেজেট নিয়ন্ত্রন করে থাকে গোটা বাড়িতে সেন্সিং স্থাপন করে।
ধরুন, স্মার্টফোন গান শুনতে শুনতে চোখ বন্ধ করে একটু রেষ্ট নিবেন, লাইট বন্ধ করতে হবে। নিমিষেই তা বন্ধ করতে পারবেন হাতের ইশারায়।
এ প্রযুক্তিটি নিয়ে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর একদল গবেষক দীর্ঘদিন গবেষনা করে চলেছেন।
বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৬ ৪৪০ বার পঠিত