শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

বিপ্লবী ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা

Home Page » প্রথমপাতা » বিপ্লবী ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮



বঙ্গ নিউজ

বঙ্গ নিউজঃ বাবার মৃত্যুর এক বছর পার হওয়ার পরপরই মৃত্যুর পথ বেছে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ৬৮ বছর বয়সী বড় ছেলে ফিদেল কাস্ত্রো ডায়াজ-বালার্ত। যাকে সারাবিশ্ব ফিদোলিতো নামেই জানতেন। বৃহস্পতিবার সকালে তার মৃত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারণ হিসেবে ফিদেলিতো বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছে কিউবার বিভিন্ন সংবাদ মাধ্যম। এর জন্য তিনি নাকি বেশ কয়েক মাস ধরে চিকিৎসকদের তত্ত্বাবধানেও ছিলেন। খবর বিবিসি, রয়টার্স।

খবরে বলা হয়েছে, ডায়াজ বালার্তকে বাবার সঙ্গে চেহারায় মিল থাকার কারণে সবাই ফিদেলিতো বা ছোট ফিদেল নামেই ডাকত। ফিদেলিতো কিউবার পরমাণু কর্মসূচির প্রধান সম্বনায়ক ছিলেন।

তার জন্ম ১৯৪৯ সালে। মায়ের নাম মার্তা ডায়াজ-বালার্ত।

বাবার পথে হাঁটলেও ফিদেলের ছেলেদের কেউ রাজনীতিতে উচ্চাভিলাষ দেখাননি। কারণ তার ভাই টনি কাস্ত্রো বেইস বল খেলোয়াড় হিসেবেই বেশি পরিচিত।

সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছেন ফিদেলিতো। ছিলেন একজন পদার্থবিদ। কিউবান একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি।

কিউবার পরমাণু কর্মসূচির প্রধান হিসেবে ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেছেন ফিদেলিতো। তবে শেষ দিকে এই পদ থেকে তার বাবাই তাকে সরিয়ে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৪   ৪৪৩ বার পঠিত