শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
মুসল্লিদের ক্ষোভ,ঝিনাইদহে নামাজের সময়ে পুজা মন্ডপে উচ্চসরে গান
Home Page » প্রথমপাতা » মুসল্লিদের ক্ষোভ,ঝিনাইদহে নামাজের সময়ে পুজা মন্ডপে উচ্চসরে গানবঙ্গ নিউজঃঝিনাইদহ শহরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা । এ পুজাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে পুজার আয়োজন করেছে পুজা উজ্জাপন কমিটি। তবে এ পুজায় মাগরিব ও ঈশার নামাজের সময় উচ্চস্বরে মিউজিক (গান) বাজানোর অভিযোগ করেছেন অনেক মুসল্লি । সরজমিনে দেখা যায় শহরের অনেক জায়গায় মসজিদ ও মন্দির প্রায় একই জায়গায়, শহরের নতুন বাজার মসজিদের মুসল্লি মো: আক্তার হোসেন জানান আমরা সবে মাত্র মাগরিবের নামাজে দাড়িয়েছি ঠিক তখনি পুজা মন্ডপে উচ্চ শব্দে গান বেজেছে। তিনি আরো জানান, এটা কেমন ধরনের আচরন আমরা তো তাদের কোন কাজে বাধা দিইনা। কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি খবির উদ্দিন জানান শুধু এই পুজায় ই নয় এর আগেও এমন ঘোটনা ঘটেছে, তিনি জেলা প্রশাষণ কে ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে পুজা উজ্জাপন কমিটির কাছে ব্যাখ্যা চাইলে কমিটির কোন মতামত পাওয়া যাইনি ।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩২ ৫১৮ বার পঠিত