শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় -সিইসি
Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় -সিইসিবঙ্গ-নিউজঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে এ কথা বলেন সিইসি। আজ সকালে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মোঃ. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ আবদুল হামিদের পক্ষে এ মনোনয়নপত্র নেন। এ সময় সিইসি নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, বিএনপি একটা বড় দল। তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
সিইসি আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৯ ৪৮৬ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper