বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
“নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিল পাস”
Home Page » আজকের সকল পত্রিকা » “নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিল পাস”
আল-আমিন আহমেদ, বঙ্গ-নিউজ: উচ্চশিক্ষার বিকাশে নেত্রকোনা জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ পাস হয়েছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গেল রবিবার বিলটি সংসদে স্থিরীকৃত আকারে কণ্ঠভোটে পাস হয়েছে। বিলটি পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে বিলের ওপর আনীত তিনটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করে জনমত যাছাই-বাছাই কমিটিতে প্রেরণ করা হয়। অপর একটি সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন। চার বছরের জন্য একজন ভাইসচ্যান্সেলর নিয়োগ হবেন। তবে দুই মেয়াদের বেশি তিনি নিয়োগ পাবার যোগ্য হবেন না। বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থাকবে। মঞ্জুরি কমিশনের অনুমোদনক্রমে এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, মানবিক, সমাজবিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে নতুন নতুন শাখার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণার ব্যবস্থা থাকবে।
এ বিশ্ববিদ্যালয় হবে সবার জন্য উন্মুক্ত। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-গোত্র ও শ্রেণি কারো প্রতি কোনো বৈষম্য করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য নিজস্ব ছাত্রবাস থাকবে। এ আইনের বিধান সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয়ের স্থাবর ও অস্থাবর সব প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার, হস্তান্তর করার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে-বিপক্ষে মামলা করার অধিকার থাকবে।
বিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গঠন এবং কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন ও এর দায়িত্ব-কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম, ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলি, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, আধুনিক জ্ঞান চর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের নিমিত্ত প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে শিক্ষা মন্ত্রণালয় হতে নেত্রকোনা জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে আলোকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল- ২০১৮ সংসদে উপস্থাপিত হলো।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৪১ ৪৯৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News