বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩
‘সকালের খবর’ সম্পাদকসহ ৪ জনের জামিন
Home Page » জাতীয় » ‘সকালের খবর’ সম্পাদকসহ ৪ জনের জামিনবঙ্গ- নিউজ ডটকমঃ মানহানির মামলায় ‘দৈনিক সকালের খবর’ পত্রিকার সম্পাদক রোমো রউফ চৌধুরীসহ চার জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে দৈনিক সকালের খবরের সম্পাদকসহ চার আসামি আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিনের আবেদন মঞ্জুর করে আগামী ২৩ জুন এ মামলার অভিযোগ শুনানির জন্য দিন ধার্য করেন।
জামিন পাওয়া অন্য আসামিরা হলেন নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, প্রকাশক নূরুল ইসলাম অনু ও প্রতিবেদক নুরুজ্জামান লাবু।
আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুনজুর আলম, আনোয়ারুল কবির বাবুল, প্রশান্ত কর্মকার, শুভ্র সিনহা রায়, মোহাম্মদ গাফফার হোসেন।
প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বাদী হয়ে এই মানহানির মামলাটি করেছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করার আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর দৈনিক সকালের খবর পত্রিকায় ‘গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, ক্ষমতাসীন এমপির জঙ্গি কানেকশন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটিতে ওই এমপির বিরুদ্ধে জঙ্গি ও চরমপন্থীদের এলাকায় প্রতিষ্ঠিত করা ও কারাবন্দীদের জামিনে ছাড়িয়ে নিতে নানা তৎপরতার অভিযোগ করা হয়।
এছাড়া এলাকায় একটি চাঁদাবাজ গ্রুপ ছাড়া জামায়াতের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে মর্মে উল্লেখ করা হয়।
সরকারের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ না করে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা বলে মামলায় দাবি করা হয়।
এ সংবাদ প্রকাশের ফলে তার মানহানি হয়েছে বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
বাংলাদেশ সময়: ১৬:১৩:১৪ ৪৮১ বার পঠিত