মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
“মধ্যনগর কায়েতকান্দা খেয়া ঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত অর্থ আদায়”
Home Page » আজকের সকল পত্রিকা » “মধ্যনগর কায়েতকান্দা খেয়া ঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত অর্থ আদায়”সুনামগঞ্জ প্রধিনিধি, বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর ভাটির রাজধানী বলে খ্যাত, প্রাচীনতম বাণিজ্যক এলাকা হিসেবে পরিচিত মধ্যনগর বাজার। গ্রাম মধ্যনগর-কায়েতকান্দা সংলগ্ন সুমেশ্বরী শাখা নদীর উপর দিয়ে বাঁশের ব্রীজ কায়েতকান্দা গোদারাঘাট পারাপারে ইজারাদার কর্তৃক শফীক মিয়া নামে কালেক্টর এলাকার যাতায়াতকারী জনগণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এবংমধ্যনগর ও সীমান্ত মহেষখলা এলাকার যাত্রীদের কাছ থেকে জানা যায় মোটর সাইকেল আরোহীদের থেকে ২০ টাকা এবং জন প্রতি ৫ টাকা বিভিন্ন মালামালে অধিকহারে টাকা আদায় করছে। সরজমিনে পারাপারের যাত্রীদের সুরঞ্জন তালুকদার, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, লিটন মিয়া, সাইফুল ইসলাম, সুজন রায়, সুজন বর্মন, কপিল উদ্দিন ও সুমন বর্মনের সাথে কথা বলে জানা যায়, কেউ যদি ২০ টাকার কম দিতে চায় তাহলে অশালীন ও দুর্ব্যবহার করে এবং বিভিন্ন হুমকি দিয়ে থাকে। এই অবস্থায় এলাকার যাত্রীগণ প্রভাবশালী ইজারাদারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। মোটর সাইকেল সমিতির সভাপতি বিল্লাল হোসেন এর সাথে মুঠো ফোনে কথা বললে সে জানায় অতিরিক্ত ভাড়া আদায়ে আমরা প্রতিবাদ করে আসছি কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। হাওর অঞ্চলের মানুষ এমনেতেই বিপর্যয়ের মধ্যে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ৮:২৬:৫৭ ১২৭২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News