মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
তালিবানদের সঙ্গে কথা বলার সঠিক সময় এখনও আসেনি-ডোনাল্ড ট্রাম্প
Home Page » আজকের সকল পত্রিকা » তালিবানদের সঙ্গে কথা বলার সঠিক সময় এখনও আসেনি-ডোনাল্ড ট্রাম্পবঙ্গ-নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালিবানদের সঙ্গে কথা বলার সঠিক সময় এখনও আসেনি। এই সময়টাও উপযুক্ত নয়। সোমবার সাংবাদিকদের উদ্দেশে এসব বলেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আফগানিস্তানের কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান। এই ঘটনায় প্রায় ১০৩ জন নিহত হয়েছেন।
এই ঘটনার পরই আফগানিস্তানের অবস্থান কি হতে চলেছে সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখলে ট্রাম্প জানান, তালিবানদের সঙ্গে কথা বলার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু এই সময়টা উপযুক্ত সময় নয় তালিবানদের সঙ্গে কথা বলার জন্য। যথাযথ সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে তালিবানকে।
বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে আত্মঘাতি বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল।
বাংলাদেশ সময়: ৬:২০:৪৭ ৫৪২ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper