বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩
বেপরোয়া চালকের ১০ বছর জেল
Home Page » জাতীয় » বেপরোয়া চালকের ১০ বছর জেলবঙ্গ- নিউজ ডটকমঃ ঘটনাটা ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি সকালের। রাজধানীর পান্থপথের বটতলায় দায়িত্বপালনরত অবস্থায় একটি প্রাইভেটকার ট্রাফিক সার্জেন্ট রিয়াজউদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ২২ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় গাড়ির চালক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অলিউলকে গ্রেপ্তার করা হয়। চালকের ‘অবহেলায়’ গাড়ি চাপা পড়ে ট্রাফিক সার্জেন্ট নিহত হওয়ার ঘটনায় তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার সার্জেন্ট রিয়াজউদ্দিন হত্যা মামলার এই রায় ঘোষণা করেন।
মামলার একমাত্র আসামি মো. অলিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রায়ে বলা হয়, অলিউলের অবহেলায় গাড়ি চাপা পড়ে সার্জেন্ট রিয়াজউদ্দিনের মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নিবন্ধনহীন একটি গাড়ি নিয়ে অলিউল আইন ভেঙে সোনারগাঁও হোটেলের দিক থেকে ইউ টার্ন নিয়ে দ্রুতগতিতে পান্থপথের বসুন্ধরা সিটির দিকে আসছিলেন। সেসময় সার্জেন্ট রিয়াজ তাকে থামার সংকেত দিলে অলিউল গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যান।
বাংলাদেশ সময়: ১৬:১০:২৮ ৪২০ বার পঠিত