রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

পুড়ে মারা গেলেন মালিক কর্মীদের বাঁচাতে

Home Page » আজকের সকল পত্রিকা » পুড়ে মারা গেলেন মালিক কর্মীদের বাঁচাতে
রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এইচকে ম্যানশন ভবনের চতুর্থ ও পঞ্চম তলাজুড়ে আইপিএস কারখানাটি। গতকাল শনিবার সন্ধ্যায় কারখানার মালিক শুভ্র দাশ (৫০) ছিলেন চতুর্থ তলায়। হঠাৎ শুনতে পান পঞ্চম তলায় আগুন লেগেছে। শ্রমিকদের বাঁচাতে ওপরের তলায় ছুটে যান তিনি। অন্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন চারপাশে ছড়িয়ে পড়লেও ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালান তাঁরা।

অগ্নিনির্বাপক সরঞ্জাম হাতে নিয়ে পুড়তে থাকা একটি কক্ষে ঢুকে পড়েন শুভ্র দাশ। এরপর তাঁকে আর খুঁজে পাচ্ছিলেন না শ্রমিকেরা। ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কারখানার নাম গার্ডিয়ান আইপিএস। (আইপিএস—তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকে এমন যন্ত্র)।

আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়েছেন কারখানার কর্মী মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), মিঠুন গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৮), রহিম বাদশা (২০) ও মিন্টু হোসেন। তাঁদের কারও হাত, কারও পা, বুক, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ চৌধুরী জানান, আহত লোকজনের মধ্যে ইকবালের ৫৫, জুয়েলের ৩০, মিঠুনের ৩০ ও বিজয়ের ১০ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে ঘটনার বর্ণনা দিয়ে কারখানাটির ব্যবস্থাপক বিজয় চৌধুরী জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চম তলায় হঠাৎ আগুন লাগে। তখন তিনি মালিকের সঙ্গে চতুর্থ তলায় ছিলেন। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে তাঁরা দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে তাঁরা ধারণা করছেন। পঞ্চম তলায় যেখানে আগুন লেগেছে, সেখানে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।

বাংলাদেশ সময়: ১০:১৫:৪০   ৪৭৮ বার পঠিত