বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩

বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

Home Page » জাতীয় » বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩



bisho-jit-300x197.pngবঙ্গ- নিউজ ডটকমঃ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষী হাজির না হওয়ায় পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ২৭ জুন পুনর্নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আট আসামির উপস্থিতিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।২১ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ২ জুন অভিযোগ গঠনে মধ্য দিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার বিচার শুরু হয়। একই দিন ১৩ জুন সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে আদালত। আসামিদের মধ্যে আট জন কারাগারে এবং বাকি ১৩ জন পলাতক রয়েছেন।

গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎকে।

মামলার তদন্ত কর্মকর্তা ৫ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আসামিদের সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে অভিযোগপত্রে বলা হয়।

আদালত ১৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৭   ৪১৩ বার পঠিত