বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
মহাসড়কের পাশে অবৈধ মৎস্য আড়ৎ ও দোকান পাট উচ্ছেদ কালিয়াকৈরে
Home Page » প্রথমপাতা » মহাসড়কের পাশে অবৈধ মৎস্য আড়ৎ ও দোকান পাট উচ্ছেদ কালিয়াকৈরেমোঃফজলুল হক (গাজীপুর),বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (চন্দ্রা-নবীনগর অংশের) পাশে চন্দ্রা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা মৎস্য আড়ৎ ও দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে ও বনের জমিতে গজারী গাছ কেটে অবৈধ ভাবে গড়ে উঠে মৎস্য আড়ৎ ও দোকান ঘর। বন বিভাগ কয়েকবার মৎস্য আড়ৎ ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের পরে সৎস্য আড়ৎ আবার চালু করে। মহাসড়কের পাশে আড়ৎটি থাকায় প্রায় সকালে যানজট লেগেই থাকত। এতে ঐ রোটে চলাচল যাত্রীদের দূর্ভোগ পোহাতে হত। বন বিভাগের অভিযানে কোন ভাবেই উচ্ছেদ করা যাচ্ছিল না। তাই উপজেলা প্রশাসন অভিযোগের প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে ও বনের গাছ কেটে অবৈধ ভাবে এখানে গড়ে উঠে মৎস্য আড়ৎ ও দোকান ঘর। অভিযোগ আছে এখান থেকে কিছু গাছ কেটে নেওয়া হয়েছে। আজ এ অভিযান চালিয়ে মাছ মাপার কয়েকটি নিক্তি ও মাছ রাখার পাত্র জব্ধ করা হয়েছে। এবং কয়েকটি অবৈধ দোকান ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এ অভিযানে কোন মামলা হয়নি। তবে পূনরায় এখানে যাকে দখল করতে দেখা যাবে তার বিরুদ্ধে গাছ কাটার মামলা হবে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৫৯ ৭৪৯ বার পঠিত