বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
কালিয়াকৈরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভমোঃফজলুল হক(গাজীপুর), বঙ্গ নিউজঃ চ্যানেল নাইনের বার্তা প্রধান আমিনুর রশীদ ও ঢাকা জেলা প্রতিনিধি অপু খন্দকারের বিরুদ্ধে ঢাকা-২০ আসনের সাংসদ এম এ মালেকের স্ত্রী মিনা মালেকের দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কালিয়াকৈর প্রেসক্লাবের কর্মরত ইলেক্ট্রনিক্স,প্রিন্ট, এবং অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।বৃহস্পতিবার (২৫ই জানুয়ারী) দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্দ্যোগে নবীনগর-কালিয়াকৈর সড়কের কালিয়াকৈর থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত প্রায় শতাধিক মিডিয়া প্রতিনিধি হাতে হাত ধরে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি এম এ তুষারী, দৈনিক যুগান্তরে উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন খোকন,মাই টিভির উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক কালেকন্ঠ উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদি , এস এ টিভির জেলা প্রতিনিধি শাহজাহান মিয়া,বাংলা টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম,বিজয় টিভির উপজেলা প্রতিনিধি বিপ্লব হোসেন,,দৈনিক ডেসটিনির প্রতিনিধি, দৈনিক সংবাদপ্রতিদিনের প্রতিনিধিসহ অর্ধ শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দ অংশ নেয়।
বিক্ষোভ কর্মসূচী থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকা-২০ আসনের সাংসদ এমএ মালেকের দৃষ্টি আকর্ষন করে চ্যানেল নাইনের বার্তা প্রধান আমিনুর রশীদ ও জেলা প্রতিনিধি অপু খন্দকারের বিরুদ্ধে দায়ের করা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানান। এসময় অবিলম্বে এ মিথ্যা ও সাজানো মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আপামর জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচী ঘোষনার হুশিয়ারী করা হয়।উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর দুপুর ১২টায় চ্যানেল নাইনের সংবাদে ঢাকা-২০ আসনের সাংসদ এমএ মালেক, তার স্ত্রী মিনা মালেক ও তার জামাতা শাহিন এর বিরুদ্ধে সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন জমি দখল, মন্দিরের জমি দখল ও ধামরাইয়ের ৪ শত বছরের ঐতিহ্য মাধব বাড়ির ঘাট দখল, ইসলামপুরের বালু মহল দখল সহ তাদের দূর্নীতির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংসদ এমএ মালেকের স্ত্রী মিনা মালেক বাদী হয়ে হাইকোর্টে ২৫ ডিসেম্বর ১৫ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২২:২৩:০৭ ৫১০ বার পঠিত