মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ
বঙ্গ-নিউজঃ বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সাবেক সভাপতি।
বাংলাদেশ সময়: ১৪:২৩:২৫ ৫৮৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News