সোমবার, ২২ জানুয়ারী ২০১৮

তথ্য-প্রমাণের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিও’কে আটক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » তথ্য-প্রমাণের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিও’কে আটক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২২ জানুয়ারী ২০১৮



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল(ফাইল ছবি)
বঙ্গ-নিউজঃ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতি পূজার অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদূর জানি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি তাদের গ্রেফতার করেছে।তদন্ত শেষ হলে বোঝা যাবে তারা কতটুকু দোষী কিংবা কোনো অপরাধ করেছে কি না।

এর আগে, শিক্ষামন্ত্রীর পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে কিছু দিন বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রবিবার সন্ধ্যার পর মোতালেবকে বছিলা এবং নাসির ও মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

এর আগে নিখোঁজ দাবি করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-নম্বর ৯৪৬) করেন মোতালেবের ছোট ভাই শাহাবুদ্দীন আহমেদ। গত বৃহস্পতিবার বনানী থানায় জিডি করেছিল নাসির উদ্দীনের পরিবার। পরপর এসব নিখোঁজের ঘটনায় আতঙ্ক দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১৪:১১:১৮   ৫২৩ বার পঠিত   #  #  #  #  #  #