রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা তথ্যেভরা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Home Page » প্রথমপাতা » বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা তথ্যেভরা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলবঙ্গ-নিউজ: মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “লালমনিরহাটে মোতাহার সম্রাজ্য” শিরোনামে প্রকাশিত লালমনিরহাট-১ আসনের জনপ্রিয় এমপি বীরমুক্তিযোদ্ধ মোতাহার হোসেনের নামে মিথ্যা ও ন্যাক্কার জনক সংবাদ প্রকাশের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এসময় হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় মিছিলকারীরা। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশক ও যে হলুদ সাংবাদিকরা সংবাদটি প্রকাশ করেছেন তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে মেডিকেল মোড়স্থ এলাকায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল হক, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন হাবীব খান মানিক, কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, মহিলা আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদিকা মর্জিনা বেগম, যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার, সম্পাদক শাহিনুর ইসলাম, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন, সম্পাদক ফাহিম শাহরিয়ার খান জিহানসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা অবিলম্বে ওই পত্রিকার সম্পাদককে প্রত্যহার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ হাতীবান্ধা উপজেলায় আর কেউ যেন এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকা না পড়েন সেজন্য সবাইকে আহব্বান জানান।
বাংলাদেশ সময়: ২২:০৭:০২ ১১৪৯ বার পঠিত