রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
“মিডিয়া পাড়ায় প্রশংসিত লিওন”
Home Page » বিনোদন » “মিডিয়া পাড়ায় প্রশংসিত লিওন”
বিনোদন প্রতিবেদক ওমর সানিঃ তরুন ও প্রতিভাবান মডেল লিওন। বর্তমান সময় মিডিয়া পাড়ায় ব্যাপক প্রশংসিত মুখ লিওন। কাজের দক্ষতার মাধ্যমে সুনাম কুড়াচ্ছেন এই নবীন তারকা। খুব ব্যস্ততম সময় পার করছেন তিনি মিউজিক ভিডিও,, নাটক,, এবং শর্ট ফিল্মের মধ্য দিয়ে।
হঠাৎ করেই কথোপকথন হয় এই নবীন তারকার সাথে।
শুনলাম আপনি মিউজিক ভিডিওতে কাজ করলেনঃ
জ্বি!! তরুন ও প্রতিভাবান সুমিষ্ট কন্ঠের অধিকারী ওমর সানি এবং তাইরিন তিথির গাওয়া “কথার কথা” শিরোনামের একটি মনোমুগ্ধকর গানে মডেল হিসেবে কাজ করেছি। মুলত গানটিতে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। ইতোমধ্যে সম্পূর্ন নতুন ইউটিউব অফিসিয়াল চ্যানেল আই মিডিয়ার ব্যানারে গানটির সফলতা দেখে আমি অনুপ্রানিত। আশা রাখি গানটি আরো অনেকদূর এগিয়ে যাবে।
নাটক,,শর্টফিল্ম এসবে কি কাজ করছেন??
জ্বি! রীতিমত নাটক এবং শর্টফিল্মে কাজ করে যাচ্ছি। কাজ আমার নেশা। তাই যেকোনো কাজে মনোনিবেশ করেই করতে খুব পছন্দ করি। আমার ইচ্ছে আমার কাছ থেকে দর্শক ভালকিছু কাজ সবসময় উপহার হিসেবে যেন পেয়ে থাকেন।
সামনে অনেক কয়েকটা কাজের অফার আছে। সেগুলোর জন্য আমি চরম উত্তেজিত। নাটক,, শর্টফিল্ম,,এবং মিউজিক ভিডিওতে কাজের পাশাপাশি সিনেমাতে ও কাজ করার কথা চলছে। সবার দোআ ও ভালবাসা থাকলে নিজেকে কাজের মাধ্যমে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই।
জানতে পেরেছি আপনি সুপারষ্টার জিৎ এর অনেক বড় ফ্যান। এ বিষয়ে কিছু বলবেনঃ আসলে ও ব্যাপারটা ঠিক ওরকমই। ভালবাসি সুপারস্টার জিৎ দা কে অনেক বেশি। আইডল হিসেবে উনাকেই ফলো করি। উনার চলাফেরা,,কথাবলা,,স্টাইল ইত্যাদি। সবকিছু মিলিয়ে ভালবাসার চরম শিখরে উনাকেই রাখি।
বাংলাদেশ সময়: ২০:১৭:২২ ৮৭৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News