রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮



 অনিক আজিজ

বঙ্গ-নিউজঃ রাজধানীতে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের (সংসদ সদস্য ভবন) ৬০৪ নম্বর রুমে এ মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য অনিকের মরদেহ নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।

ধারণা করা হচ্ছে, শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অনিক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৩৪:২১   ৪২৭ বার পঠিত