রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

দ্বিতীয় পর্বের মোনাজাত দিয়েই শেষ হল বিশ্ব ইজতেমা

Home Page » আজকের সকল পত্রিকা » দ্বিতীয় পর্বের মোনাজাত দিয়েই শেষ হল বিশ্ব ইজতেমা
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৩ তম বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের এই মোনাজাত আজ বেলা সকাল সাড়ে ১০টা ১৯ মিনিটে শুরু হয়ে চলে ১০টা ৪০ মিনিট পর্যন্ত।

ঢাকা থেকেই এই মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোনাজাত হয় বাংলায়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম বাংলাদেশের মাওলানা মো. জোবায়ের। এর আগে বাদ ফজর মজমা জোড়ানো বয়ান করেন বাংলাদেশের মাওলানা আবদুর রহিম নকিব। পরে হেদায়েতি বয়ান করেন মাওলানা আবদুল মতিন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা পায়ে হেটে ও বিভিন্ন যানবাহনে করে ছুটে যান ইজতেমা ময়দানের দিকে।

বাংলাদেশ সময়: ১২:১৪:০৯   ৬১৪ বার পঠিত