বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮

ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ি-শিমুলিয়ায়

Home Page » আজকের সকল পত্রিকা » ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ি-শিমুলিয়ায়
বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোররাত সাড়ে চারটা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়ার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় উভয় ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়।

ঘাটে যানবাহন লোড করে আছে তিনটি ফেরি। বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, ভোররাতের দিকে কুয়াশা বেড়ে গেলে ফেরিগুলো পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম হোসেন বলেন, কুয়াশা বেড়ে গেলে ভোররাত সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়

বাংলাদেশ সময়: ৯:২৯:২৮   ৪৯২ বার পঠিত   #  #  #  #