বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম
বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮



আতিকুল ইসলাম
বঙ্গ-নিউজঃ  ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভায় আতিকুল ইসলামের প্রার্থিতা চূড়ান্ত হয় বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আতিকুল ইসলামই হবেন নৌকা প্রতীকের প্রার্থী।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে আগে থেকেই তৎপর ছিলেন আতিকুল। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই ঢাকা উত্তরের বেশ কিছু এলাকায় জনসংযোগও করেন তিনি।

বাংলাদেশ সময়: ২:০৩:৩৯   ৬৭৬ বার পঠিত   #  #  #  #  #  #